‍পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানির ঘটনায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৫ পূর্বাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

‍পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানির ঘটনায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

‍‍‍‍






পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।


প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় নৌকাডুবিতে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


উল্লেখ্য, যাত্রীগণ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহালয়া উপলক্ষ্যে পূজা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নৌকাযোগে পঞ্চগড় জেলার বোদা উপজেলার শ্রী শ্রী বদেশ্বরী মন্দিরে  পারাপার হচ্ছিলেন। এ পর্যন্ত শিশু ও নারী সহ ২৪ জন নিহত হয়েছেন এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 



শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: